বিনোদন কেন্দ্র বন্ধ, ভিড় সেতুতে
রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো করোনা ভাইরাস সংক্রামণের কারণে বন্ধ থাকায় ঈদে মানুষ নদীর তীর ও বিভিন্ন সেতুগুলোতে ভিড় করছেন।
রোববার (২ আগস্ট) ঈদের দ্বিতীয় দিন বিকেলের পর থেকেই এমন দৃশ্য দেখা যায়।
সরেজমিন শহরের শীতলক্ষ্যা নদী তীরবর্তী ওয়াকওয়ে, নবীগঞ্জ ফেরিঘাট, রূপগঞ্জের নবনির্মিত গাজী সেতু ঘুরে এমন দৃশ্য দেখা যায়। বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় মানুষ এসব স্থানেই ঘুরতে এসেছে পরিবার পরিজন নিয়ে।
রূপগঞ্জের গাজী সেতুতে ঘুরতে আসা আব্দুল হাকিম বলেন, ঈদের দ্বিতীয় দিন আজ। অনেকদিন তো করোনায় বন্দি। এখন তাই পরিবার নিয়ে একটু বের হয়েছি। কোথাও তো যাবার জায়গা নেই তাই ব্রিজে এলাম। তবে এখানে অনেক মানুষ।
এদিকে এসব স্থানকে ঘিরে অস্থায়ী খাবারের দোকানিরা নানা খাবার সাজিয়ে বসেছেন। তারা এদিন ভালো বেচাবিক্রি করছেন। ফুচকা, ঝালমুড়ি, চটপটি, চপ, বেগুনি, চাপের দোকানসহ নানা দোকান এসব স্থানে দেখা গেছে। প্রতিটি দোকানে রয়েছে মানুষের ভিড়ও।